সোমবার, ২৭ জুলাই, ২০২০

পরিবর্তনমূখী বিবর্তন

পরিবর্তনমূখী বিবর্তন- আজাদ রহমান


যেদিন অধিকার আদায়ে মুখাপেক্ষিতা থাকবে না , 

সেদিন থেকেই সৃজনশীলতা জন্ম নিবে !

মৃত্যিকা ছড়াবে ঘ্রান সজীবতার।

জনমানুষের দূর্দশা কমবে,

তুমি অপেক্ষায় থেকো সুদিনের ।


অন্ধকার গুটিয়ে জরতা কাটিয়ে প্রভাত আসবেই অনির্বান,

কুসংস্কার সেতো অন্যায়ের প্রশ্রয় !

আদিম বিষাদ রন্ধ্রে বর্তমান।

কেও সার্থের ঊর্ধে নয়,

তবু মাতৃভূমি অজন্ম মানুষের আশ্রয়।

শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

বাঙালির যুদ্ধ

বাজ্ঞালির যুদ্ধ - আজাদ রহমান


বিভৎস যত নগরির বুকে,

ক্ষুদ্রকায় মনুষ্য জীবন।

প্রতি পরতে যুদ্ধ লড়াই,

জ্বয়ের লোভেই আস্ফালন।

শহুরে সকল নগরি জীবনে,

কষ্ট জেনেও সন্তরণ।

পরাশক্তির বাধায় ও মানেনা,

বাচারঁ বাসনাই কারন।

দু;খ জরা যাহাই আসুক,

তবুও থামতে বারন।

সৃষ্টি ধ্বংসের অপার লীলায়,

পথ চলায় সমীকরন।

নিপীড়ন আর অত্যাচার সয়ে,

থাকেনি নিশ্চুপ এজাতি।

সম্ভাব্য সূখের অলীক প্রত্যয়ে,

গড়ছে স্বদেশ মাতৃভূমি।

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

একুশে আমার

একুশে আমার- আজাদ রহমান


একুশে আমার রক্ত চেতনা,

হাজারো মায়ের কান্না।

একুশে আমার ভায়ের রক্তে,

রাঙ্গানো প্রভাতের বায়না।


একুশে আমার মূখের ভাষা,

ভালোবাসার আবেগে ঘেরা।

একুশে আমার প্রানের টান,

মায়ের আঁচলে বাধা।


একুশে আমার চেতনার দুয়ার,

সার্বভৌম বাংলার প্রতিকী আকাঁ।

একুশে আমার সাঝের প্রদীপ,

মায়া ভরা শুঁকতারা।

বুধবার, ২২ জুলাই, ২০২০

আমার আমি।

আমার আমি।


আমি বজ্ঞবন্ধুর আদর্শ ধারনকারী,

জিয়াউর রহমানের ন্যায্যনীতির অনুসঙ্গী।

আমি বাংলাদেশের বর্তমান!

সার্বভৌমত্বের সার্বিক উন্নয়নের প্রত্যাশী।


আমার অন্যায়ে সামান্য বিশ্বাস নেই,

ক্ষমতাপ্রত্যাসা ও ক্ষমতাসীনে লোভ নেই।

আমার জনমানুষের দু;খ বর্তমান,

জনদূর্ভোগে সার্থে  বহুকাল সস্থি নেই।

রবিবার, ১৯ জুলাই, ২০২০

মানুষের মৃত্যু

মানুষের মৃত্যু- আজাদ রহমান 


মানুষের মৃত্যু কিসে ?

দম হাড়িয়ে স্তব্ধতায়,

নাকি নিরসবোধের প্রানে।

ইচ্ছে হাড়িয়ে অনিচ্ছায় ,

নাকি স্বরব মূর্ছনায় ?


মানুষের মৃত্যু কিসে ?

সন্ম্মান হাড়িয়ে প্রার্থনায়,

নাকি অসময়ের বন্দনায়।

বহুজাতিক কষ্টের জীর্নতায়,

নাকি অসম সূখ তিতীক্ষায়?


মানুষের মৃত্যু কিসে ?

আলোর আলেয়া ভ্রমে,

নাকি নি;শব্দের বিকটে।

স্বীয়অক্ষরের বিবর্ন প্রলাপে,

নাকি একান্তের অন্ধ বিশ্বাসে?

দিনের তৃতীয় বৃষ্টি

দিনের তৃতীয় বৃষ্টি 


দিনের তৃতীয় বৃষ্টি ,

অথবা আধ-পড়া জীবনের কৃর্তী।

যাই হোক জীবনের রিতী,

দেয়াল দেয়া তাই খানিকটা সস্থি।

পথের শেষ আছে,

যেমন রাত শেষে সূর্যোলোকে হাসি।

শুধু অপূর্নতার শেষ নাই,

যার আদি থেকে অন্তে নিরবধি ।

দিনের তৃতীয় বৃষ্টি ,

যতটা পথিকের তাবুতে আশ্রয় ।

যাই হোক বাচার সম্ভাবনা,

তার বর্তমান সব পরিচয়।

দু ফোটা জ্বল চোখ অথবা আকাশের,

তাহাই সস্থি এই প্রলয়ের।

প্রাপ্তি তা তার যতই থাকুক,

মহারাজা ও সুখের ভিক্কুক।


হে সমাজ তুমি জাগরিত হও

জাগরনী আহব্বান


হে সমাজ তুমি জাগরিত হও,

কাটিয়ে তোলো ঘুমের ঘোর।

প্রাশ্চাত্যের ন্যায় হাতিয়ার তোলো,

তবু থামাও এ গন্ডগোল।

হে সমাজ তুমি জাগরিত হও,

বন্ধ করো ধ্বংস তান্ডব।

রূখে দাড়াও থামাও ঝড়,

পরাজিত করো অসুরের দল।

হে সমাজ তুমি জাগরিত হও,

নিবিড় অন্ধ্যতা তাড়াতে।

চেয়ে দেখো তোমার কত সোনামুখ,

হাড়াচ্ছে অকালে এ অন্ধকারে।

হে সমাজ তুমি জাগরিত হও,

গড়ে তোলো প্রতিরোধ ।

আর কত প্রান অকালে ঝড়বে,

সবেতে তোমার পাহারা হোক।

হে সমাজ তুমি জাগরিত হও,

ছড়িয়ে দাও দীক্ষা - সুশীলতার।

তোমার পানেই চেয়ে আছে দেখো,

কালের যত অশ্লীলতা - ভীত সংকীর্ণতার।


পরিবর্তনমূখী বিবর্তন

পরিবর্তনমূখী বিবর্তন- আজাদ রহমান যেদিন অধিকার আদায়ে মুখাপেক্ষিতা থাকবে না ,  সেদিন থেকেই সৃজনশীলতা জন্ম নিবে ! মৃত্যিকা ছড়াবে ঘ্রান সজীবতা...