দিনের তৃতীয় বৃষ্টি
দিনের তৃতীয় বৃষ্টি ,
অথবা আধ-পড়া জীবনের কৃর্তী।
যাই হোক জীবনের রিতী,
দেয়াল দেয়া তাই খানিকটা সস্থি।
পথের শেষ আছে,
যেমন রাত শেষে সূর্যোলোকে হাসি।
শুধু অপূর্নতার শেষ নাই,
যার আদি থেকে অন্তে নিরবধি ।
দিনের তৃতীয় বৃষ্টি ,
যতটা পথিকের তাবুতে আশ্রয় ।
যাই হোক বাচার সম্ভাবনা,
তার বর্তমান সব পরিচয়।
দু ফোটা জ্বল চোখ অথবা আকাশের,
তাহাই সস্থি এই প্রলয়ের।
প্রাপ্তি তা তার যতই থাকুক,
মহারাজা ও সুখের ভিক্কুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন