রবিবার, ১৯ জুলাই, ২০২০

হে সমাজ তুমি জাগরিত হও

জাগরনী আহব্বান


হে সমাজ তুমি জাগরিত হও,

কাটিয়ে তোলো ঘুমের ঘোর।

প্রাশ্চাত্যের ন্যায় হাতিয়ার তোলো,

তবু থামাও এ গন্ডগোল।

হে সমাজ তুমি জাগরিত হও,

বন্ধ করো ধ্বংস তান্ডব।

রূখে দাড়াও থামাও ঝড়,

পরাজিত করো অসুরের দল।

হে সমাজ তুমি জাগরিত হও,

নিবিড় অন্ধ্যতা তাড়াতে।

চেয়ে দেখো তোমার কত সোনামুখ,

হাড়াচ্ছে অকালে এ অন্ধকারে।

হে সমাজ তুমি জাগরিত হও,

গড়ে তোলো প্রতিরোধ ।

আর কত প্রান অকালে ঝড়বে,

সবেতে তোমার পাহারা হোক।

হে সমাজ তুমি জাগরিত হও,

ছড়িয়ে দাও দীক্ষা - সুশীলতার।

তোমার পানেই চেয়ে আছে দেখো,

কালের যত অশ্লীলতা - ভীত সংকীর্ণতার।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পরিবর্তনমূখী বিবর্তন

পরিবর্তনমূখী বিবর্তন- আজাদ রহমান যেদিন অধিকার আদায়ে মুখাপেক্ষিতা থাকবে না ,  সেদিন থেকেই সৃজনশীলতা জন্ম নিবে ! মৃত্যিকা ছড়াবে ঘ্রান সজীবতা...