আমার আমি।
আমি বজ্ঞবন্ধুর আদর্শ ধারনকারী,
জিয়াউর রহমানের ন্যায্যনীতির অনুসঙ্গী।
আমি বাংলাদেশের বর্তমান!
সার্বভৌমত্বের সার্বিক উন্নয়নের প্রত্যাশী।
আমার অন্যায়ে সামান্য বিশ্বাস নেই,
ক্ষমতাপ্রত্যাসা ও ক্ষমতাসীনে লোভ নেই।
আমার জনমানুষের দু;খ বর্তমান,
জনদূর্ভোগে সার্থে বহুকাল সস্থি নেই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন