বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

একুশে আমার

একুশে আমার- আজাদ রহমান


একুশে আমার রক্ত চেতনা,

হাজারো মায়ের কান্না।

একুশে আমার ভায়ের রক্তে,

রাঙ্গানো প্রভাতের বায়না।


একুশে আমার মূখের ভাষা,

ভালোবাসার আবেগে ঘেরা।

একুশে আমার প্রানের টান,

মায়ের আঁচলে বাধা।


একুশে আমার চেতনার দুয়ার,

সার্বভৌম বাংলার প্রতিকী আকাঁ।

একুশে আমার সাঝের প্রদীপ,

মায়া ভরা শুঁকতারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পরিবর্তনমূখী বিবর্তন

পরিবর্তনমূখী বিবর্তন- আজাদ রহমান যেদিন অধিকার আদায়ে মুখাপেক্ষিতা থাকবে না ,  সেদিন থেকেই সৃজনশীলতা জন্ম নিবে ! মৃত্যিকা ছড়াবে ঘ্রান সজীবতা...