শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

বাঙালির যুদ্ধ

বাজ্ঞালির যুদ্ধ - আজাদ রহমান


বিভৎস যত নগরির বুকে,

ক্ষুদ্রকায় মনুষ্য জীবন।

প্রতি পরতে যুদ্ধ লড়াই,

জ্বয়ের লোভেই আস্ফালন।

শহুরে সকল নগরি জীবনে,

কষ্ট জেনেও সন্তরণ।

পরাশক্তির বাধায় ও মানেনা,

বাচারঁ বাসনাই কারন।

দু;খ জরা যাহাই আসুক,

তবুও থামতে বারন।

সৃষ্টি ধ্বংসের অপার লীলায়,

পথ চলায় সমীকরন।

নিপীড়ন আর অত্যাচার সয়ে,

থাকেনি নিশ্চুপ এজাতি।

সম্ভাব্য সূখের অলীক প্রত্যয়ে,

গড়ছে স্বদেশ মাতৃভূমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পরিবর্তনমূখী বিবর্তন

পরিবর্তনমূখী বিবর্তন- আজাদ রহমান যেদিন অধিকার আদায়ে মুখাপেক্ষিতা থাকবে না ,  সেদিন থেকেই সৃজনশীলতা জন্ম নিবে ! মৃত্যিকা ছড়াবে ঘ্রান সজীবতা...