সোমবার, ২৭ জুলাই, ২০২০

পরিবর্তনমূখী বিবর্তন

পরিবর্তনমূখী বিবর্তন- আজাদ রহমান


যেদিন অধিকার আদায়ে মুখাপেক্ষিতা থাকবে না , 

সেদিন থেকেই সৃজনশীলতা জন্ম নিবে !

মৃত্যিকা ছড়াবে ঘ্রান সজীবতার।

জনমানুষের দূর্দশা কমবে,

তুমি অপেক্ষায় থেকো সুদিনের ।


অন্ধকার গুটিয়ে জরতা কাটিয়ে প্রভাত আসবেই অনির্বান,

কুসংস্কার সেতো অন্যায়ের প্রশ্রয় !

আদিম বিষাদ রন্ধ্রে বর্তমান।

কেও সার্থের ঊর্ধে নয়,

তবু মাতৃভূমি অজন্ম মানুষের আশ্রয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পরিবর্তনমূখী বিবর্তন

পরিবর্তনমূখী বিবর্তন- আজাদ রহমান যেদিন অধিকার আদায়ে মুখাপেক্ষিতা থাকবে না ,  সেদিন থেকেই সৃজনশীলতা জন্ম নিবে ! মৃত্যিকা ছড়াবে ঘ্রান সজীবতা...