রবিবার, ১৯ জুলাই, ২০২০

মানুষের মৃত্যু

মানুষের মৃত্যু- আজাদ রহমান 


মানুষের মৃত্যু কিসে ?

দম হাড়িয়ে স্তব্ধতায়,

নাকি নিরসবোধের প্রানে।

ইচ্ছে হাড়িয়ে অনিচ্ছায় ,

নাকি স্বরব মূর্ছনায় ?


মানুষের মৃত্যু কিসে ?

সন্ম্মান হাড়িয়ে প্রার্থনায়,

নাকি অসময়ের বন্দনায়।

বহুজাতিক কষ্টের জীর্নতায়,

নাকি অসম সূখ তিতীক্ষায়?


মানুষের মৃত্যু কিসে ?

আলোর আলেয়া ভ্রমে,

নাকি নি;শব্দের বিকটে।

স্বীয়অক্ষরের বিবর্ন প্রলাপে,

নাকি একান্তের অন্ধ বিশ্বাসে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পরিবর্তনমূখী বিবর্তন

পরিবর্তনমূখী বিবর্তন- আজাদ রহমান যেদিন অধিকার আদায়ে মুখাপেক্ষিতা থাকবে না ,  সেদিন থেকেই সৃজনশীলতা জন্ম নিবে ! মৃত্যিকা ছড়াবে ঘ্রান সজীবতা...