ঘুমন্ত শহরের বিনিদ্র চোখ,
নিরবধি গলির আনাচেকানাচে কত কথা।
ভূতের চূলা !চোরের চাকরি !
সবটাই অতীতে বর্তায় ।
ঘুমন্ত শহরের বিনিদ্র চোখ,
ল্যাম্পে ল্যাম্পে রঙের ধাধা।
অলিক চিতকার! প্রজ্বলিত অগ্নি!
অসময়ী সময়ের তাড়নায়।
ক্ষয় সয়েও জন্মে ধরায়,
আকূল যত প্রান ।
নিত্য খোয়ায় তবূও তাড়ায়,
ধূলার ধরনী ম্লান ।
কি আছে যার হাড়াবার ভয়ে,
জড়িয়ে হায় বাচার ।
অনাদায়ী এক অচীন সত্বা,
বেহিসেবী হিসেব চর্চার।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
পরিবর্তনমূখী বিবর্তন
পরিবর্তনমূখী বিবর্তন- আজাদ রহমান যেদিন অধিকার আদায়ে মুখাপেক্ষিতা থাকবে না , সেদিন থেকেই সৃজনশীলতা জন্ম নিবে ! মৃত্যিকা ছড়াবে ঘ্রান সজীবতা...

-
বাজ্ঞালির যুদ্ধ - আজাদ রহমান বিভৎস যত নগরির বুকে, ক্ষুদ্রকায় মনুষ্য জীবন। প্রতি পরতে যুদ্ধ লড়াই, জ্বয়ের লোভেই আস্ফালন। শহুরে সকল নগরি ...
-
আমার আমি। আমি বজ্ঞবন্ধুর আদর্শ ধারনকারী, জিয়াউর রহমানের ন্যায্যনীতির অনুসঙ্গী। আমি বাংলাদেশের বর্তমান! সার্বভৌমত্বের সার্বিক উন্নয়নের প...
-
পরিবর্তনমূখী বিবর্তন- আজাদ রহমান যেদিন অধিকার আদায়ে মুখাপেক্ষিতা থাকবে না , সেদিন থেকেই সৃজনশীলতা জন্ম নিবে ! মৃত্যিকা ছড়াবে ঘ্রান সজীবতা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন