সোমবার, ১৩ জুলাই, ২০২০

সোনার বাংলা

সোনার বাংলাআজাদ রহমান

একই সূতোয় বাধা পরেছে,
ক্ষমতা ও অক্ষমতা।
কে বলে ইন্দন,
এতো সৈরাচারীর বিরোধীতা।
সুবিধাবাদীতার শক্ত জাল,
বাংলা জূরে আকাল।
কতকাল চলবে অন্যায় দাপট?
কে আনবে নতুন সকাল।
আমি জ্বলি জ্বলো তুমিয়ো,
পোড়ে অস্তিত্ব সবার।
ধ্বংসযগ্য কতো সইবো,
মরবো তবু অটল চাহিদায় অধিকার।
আমি তো নইকো একা,
জনশক্তি আমারি গড়া।
দাপট কিসের এতো সংগ্রাম,
ভীত নই হোলে হোক মহাপ্রয়ান।
সেদিন দূরে নয়,
সোনার বাংলা আমার প্রত্যয়।
হবে অমর জ্বয়,
৫২,৭১ সে কথাই কয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পরিবর্তনমূখী বিবর্তন

পরিবর্তনমূখী বিবর্তন- আজাদ রহমান যেদিন অধিকার আদায়ে মুখাপেক্ষিতা থাকবে না ,  সেদিন থেকেই সৃজনশীলতা জন্ম নিবে ! মৃত্যিকা ছড়াবে ঘ্রান সজীবতা...