শুক্রবার, ১০ জুলাই, ২০২০

সময়ের সমঝোতা


সময়ের সমঝোতা-আজাদ রহমান

ভেজা মাটি,
 ঝলকানো আলো।
অবিরাম বৃষ্টির মূর্ছনায় গল্প।

বোকা চাদঁ,
 লুকিয়েই থাক।
মেতেছে মেঘ যা প্রকৃতির প্রাচূর্য ।

ভাঙ্গা গড়া, 
 ডাঙ্গার নৌকো।
হতাশা সূচিতে ঠুমকো রণক্ষেএ।



দমকা বাতাস, 
 বয়েই ফুড়োক।
সময় যতটা বন্দি স্মৃতির সমর্থ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পরিবর্তনমূখী বিবর্তন

পরিবর্তনমূখী বিবর্তন- আজাদ রহমান যেদিন অধিকার আদায়ে মুখাপেক্ষিতা থাকবে না ,  সেদিন থেকেই সৃজনশীলতা জন্ম নিবে ! মৃত্যিকা ছড়াবে ঘ্রান সজীবতা...