শুক্রবার, ১০ জুলাই, ২০২০

তুমিময়তা


তুমিময়তা -আজাদ রহমান

শব্দে সহস্র , 
 সবে খাটে না উপমা।
তুমি নিছক, 
 এপারে কেমন এ লেনাদেনা?
তন্তে অন্ধ, 
 মায়ার জাল জড়িয়ে যামানা।
কি নিরূপায়,
 কোন কূলে বেধেছো বায়না?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পরিবর্তনমূখী বিবর্তন

পরিবর্তনমূখী বিবর্তন- আজাদ রহমান যেদিন অধিকার আদায়ে মুখাপেক্ষিতা থাকবে না ,  সেদিন থেকেই সৃজনশীলতা জন্ম নিবে ! মৃত্যিকা ছড়াবে ঘ্রান সজীবতা...