শুক্রবার, ১০ জুলাই, ২০২০

বিসর্জনে বাংলা




বিসর্জনে বাংলাআজাদ রহমান

মশাল জালাও আধার তাড়াও,
খুঁজে আনো সত্য।
বহু ছলে রণে কৌশলে,
বাংলা আজো জব্দ।

নামের ন্যায় স্বাধীন জন্ম,
বিসর্জনের সাগর পেড়িয়ে।
অবিচারে ব্যাথিত প্রান ,
ক্ষনে ক্ষনে তূষে জ্বলে।

সার্থচারিতার সার্থ কতটা,
বাঙ্গালী মেনেছে হাড় কবে।
আজ হয়তো মূর্ছনায়,
আকাল কালের সম্ভারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পরিবর্তনমূখী বিবর্তন

পরিবর্তনমূখী বিবর্তন- আজাদ রহমান যেদিন অধিকার আদায়ে মুখাপেক্ষিতা থাকবে না ,  সেদিন থেকেই সৃজনশীলতা জন্ম নিবে ! মৃত্যিকা ছড়াবে ঘ্রান সজীবতা...