ইট পাথরের অট্টালিকা ফাকেঁ,
সময়ান্হে নিয়তই উকি ঝাকে।
অসামান্য নয় বটে,
প্রায়সই নজর আকাশটা ঘাটে।
সব তারেই কি বাজে সুর,
ভালোবাসা বেদনাতেই বিধুর।
কোন রঙ্গে কোন মন মেতেছে,
মান্দ ঈষান কোনের ভূত।
ত্যাগের তরী, তৃষ্নার তুষ্টি ।
ভৎসনা জানে, তবু ভোগে ভেজাল গোষ্টি।
সদা সন্দিহান ,সবূরে সামীপ্য স্নান।
বন্দনা ধর্মব্যাতীক, ম্লান সকল আরাধনা কল্যাণ ।
চর্চা চরিএে , চিরয়ত চলতি চলক ।
জীবের মৌন কাহন,জনায় জনায় জর্জরিত বাধন।
দম ফুড়োয়, দেহে দমের দাম্ভিক দাপট।
শূন্যের সারথি, মহাশূন্যে শৈল্পিক সমর্পণ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন