বুধবার, ৮ জুলাই, ২০২০

অসমেয় জীবন

অসমেয় জীবন-আজাদ রহমান


জীবন সময়ের সংবেদন সৎকার । বিখন্ড আদিম বিভীষিকার ফুৎকার। সহজাত দৃশ্ব্যের অসম কুসংস্কার । মজ্জা নিমজ্জিত নিছক নিরাকার । বিবর্তন বিচলতায় বিবীধ রূপকার। জীবন জনে জনে জনার হাহাকার । সত্যের সামিপ্যে অসত হুংকার। প্রঙ্গা অভিন্ন সত্যের স্বীয় গীতিকার।
সময় অসমেয় তিথী , তারতম্য তাহাতে উপস্থিতি । ক্ষনজন্মা সকল প্রতিকৃতি , গমন সত্যের ভিতী। জগৎে জরায়ে রিতী,
স্রষ্টার সৃষ্টিই প্রবৃতী। সবিনয়ে দরাজ সিকৄতি। পরকাল একালের সম্প্রীতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পরিবর্তনমূখী বিবর্তন

পরিবর্তনমূখী বিবর্তন- আজাদ রহমান যেদিন অধিকার আদায়ে মুখাপেক্ষিতা থাকবে না ,  সেদিন থেকেই সৃজনশীলতা জন্ম নিবে ! মৃত্যিকা ছড়াবে ঘ্রান সজীবতা...