মৃত্যু- আজাদ রহমান
যে চোখ বেয়ে জ্বলের নহর,
কে কয় পাথর?
বাধাস্বাধের বাধন ছেড়া,
ক্ষনেই প্রলয়।
ফুরোবে সাধ আশার দফাৎ।
রয়না কিছুই অনাদি হয়ে।
যে চলেছে সরল পথে,
পথ মিলবে তারই দিশাতে।
হীন কুৎসা নিরাশ নচেৎ,
মৃত্যু অমিয় অক্ষ রথে।
বন্জনা অসার অমৃতে আসক্তি,
সন্ধ্যার সন্ধি ভূবনপুরে।
নীল সেতো আকাশও হয়,
মনের নীলে বেদনা কয়।
হার জেনে সে বাজি লয়,
কিসে আর কতটা অবক্ষয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন