অবিরাম তুমি-      আজাদ রহমান
আমার প্রকৃতি অনাবিল,প্রাচূর্যময়।
রং মাখা জীবন ধূসর হলে,
অন্তপূরে আবির জড়াবো তোমার ছবি থেকে।
বাতানুকূল বসন্তের ফাগুন।
তার সীমা অসীমতার দম্ভ।
আমার পরকাল পলকের, অখন্ড।
মায়াজাল জরিয়ে নিয়ম।
বদলানোর ধারাবাহিকতায়,
 ইচ্ছের সাথে মানুষটাও বদলে গেছে।
আফসোস তত বার,
যতবার শ্বাস ফুসফুসে জড়াবে।
ভালোবাসা অবিরাম সখি,
তোমার নামেই বাকিটা পথ।
আজো বড্ড বিষ্ময় তুমি,
সংস্কারে তুমিই শেষের সম্বল।

 
 
 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন