বুধবার, ৮ জুলাই, ২০২০

পণ

পণ- আজাদ রহমান

তোমার যাতে তূষ্টি জুড়ে,অসীমে তাতে শুভকামনা।
সবটা ক্ষয়ের কলঙ্ক যার, জুরে সম্মক সন্মাননা।
শত বিবর্তনের বংশী যে,মন ভাংলেও ভাংগেনা পণ।
সখ্য অনুনয় পূর্ন হতাশায়,নিয়ম অলিক সংবরণ ।
তোমার শহর আলোকিতই,থাকে আলোর মূর্ছনা।
আধার পুরোনো গল্প,তোমাতে যত নক্ষত্র শোভা ।
প্রত্যয় অভিন্ন পণের পীড়া, তোমার মতই তুমি গড়া।
কতক ভিন্নবাদ কাঠগড়া , সব মনে মদদ উন্মাদনা।
আরে ধূত্ব্য বোকা, সুখ অন্তরে থাকে।
প্রাসাদের পরতে প্রাচুর্য ,কেবলি থাকে শুন্যতা।
সিন্ধু নীলাভ হয়, বেদনা সর্বকালে রংচটা ।
আষ্ঠেপৃষ্ঠে মায়ার গীত, জীবন সংমোহনী বার্তা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পরিবর্তনমূখী বিবর্তন

পরিবর্তনমূখী বিবর্তন- আজাদ রহমান যেদিন অধিকার আদায়ে মুখাপেক্ষিতা থাকবে না ,  সেদিন থেকেই সৃজনশীলতা জন্ম নিবে ! মৃত্যিকা ছড়াবে ঘ্রান সজীবতা...