সময়ের সত্য - আজাদ রহমান
জীবন মানেই ক্ষুদ্রের অসমেয় অভিসম্পাত।
যতটা ব্যাকুল সসীমে ততটাই সংক্রমন,
জীবে জীবন বোধের সংকল্পিত বৈভাব্যভ্রম।
প্রত্যাবর্তন দৈন্যতার সীমার সমীকরন,
ভালো মন্দ নিয়েই জীবন সন্তরণ ।
সময়ের সত্য একবর্ন প্রত্যাবর্তের বিবর্তন ,
জীবন মানেই দম্ভের অনৈচ্ছিক আত্যসমর্পন।
প্রানের সমঝোতা বিকশিত জ্ঞান প্রনোদনা,
বিচক্ষণতা নিয়ামত নিছক কল্পনা না।
কালান্তিক সত্যই পোষা প্রানের গন্তব্য ,
মৃত্যু অমিয় কেবল তাহাই বিনীত অনিবার্য।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন