মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

সময়ের সত্য

সময়ের সত্যআজাদ রহমান


সময়ের সত্য একবর্ন সমুচ্চধ্বনি পরোকাল,
জীবন মানেই ক্ষুদ্রের অসমেয় অভিসম্পাত।
যতটা ব্যাকুল সসীমে ততটাই সংক্রমন,
জীবে জীবন বোধের সংকল্পিত বৈভাব্যভ্রম।
প্রত্যাবর্তন দৈন্যতার সীমার সমীকরন,
ভালো মন্দ নিয়েই জীবন সন্তরণ ।
সময়ের সত্য একবর্ন প্রত্যাবর্তের বিবর্তন ,
জীবন মানেই দম্ভের অনৈচ্ছিক আত্যসমর্পন।
প্রানের সমঝোতা বিকশিত জ্ঞান প্রনোদনা,
বিচক্ষণতা নিয়ামত নিছক কল্পনা না।
কালান্তিক সত্যই পোষা প্রানের গন্তব্য ,
মৃত্যু অমিয় কেবল তাহাই বিনীত অনিবার্য।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পরিবর্তনমূখী বিবর্তন

পরিবর্তনমূখী বিবর্তন- আজাদ রহমান যেদিন অধিকার আদায়ে মুখাপেক্ষিতা থাকবে না ,  সেদিন থেকেই সৃজনশীলতা জন্ম নিবে ! মৃত্যিকা ছড়াবে ঘ্রান সজীবতা...